খাগড়াছড়ির পানছড়িতে গনহত্যা দিবসের আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ । ১০:৪৪ অপরাহ্ণ

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি্ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭১ সালের আজকের দিনে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে।

আজ ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারণ স্মরণ সভায় বক্তারা ৭১ সালের ২৫ মার্চের গণহত্যা ও মুক্তিযুদ্ধে সকল শহিদদের আত্মার সদগতি কামনা করে স্মৃতিচারণ করা হয়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী সেনাবাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে ইতিহাসের ভয়াবহ এ হত্যাকাণ্ড পরিচালনা করে। পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানী সামরিক বাহিনী পূর্ণ সামরিক অস্ত্র নিয়ে রাত ১০টার পর বাংলাদেশের নিরস্ত্র নিরপরাধ জনগণের উপর মেশিনগান, মর্টার আর ট্যাংক নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং শহরে ১ লাখেরও বেশি মানুষকে হত্যা করে। শান্তিপূর্ণ সমাধানের পথ এড়িয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাঙালি হত্যার নৃশংস নীলনকশা বাস্তবায়নের পথে পা বাড়ায়। ২৫ মার্চ পাকিস্তানী হানাদার বাহিনী স্বাধীনতাকামী বাঙালির উপর হত্যাযজ্ঞ চালায়। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধাগণ যুদ্ধকালীন সময়ের কিছু ঘটনা তুলে ধরেন।

স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনিরুজ্জামান, খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন, পানছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কর্মকর্তা) মো. কফিল উদ্দিন, পানছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন, পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, পানছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, পানছড়ি উপজেলা তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহকারী প্রোগ্রামার বাবলী খীসা, সহকারী কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম, পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উচিত মনি চাকমা, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল হাসেম, পানছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জাফর উল্লাহ, পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, পানছড়ি উপজেলা তথ্য আপা অন্তরা চাকমা, পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ পানছড়ি উপজেলার বিভিন্ন বিভাগের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন