খাগড়াছড়ির বটতলীতে মারমা কল্যাণ সমিতির উদ্যোগে ধর্ম সভা

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫ । ১০:৪৮ পূর্বাহ্ণ

এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার বটতলী এলাকায় মারমা কল্যাণ সমিতি এর উদ্যোগে এক ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে। এবং এর সার্বিক সহযোগিতা প্রদান করেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্যচট্ট গ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া’র ।

এ ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সাসনা রক্ষিতা ভিক্ষু সংঘের সংঘরাজ ও মহালছড়ি চৌংড়াছড়ি গৌতম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আভিঞাঞানা মহাস্থবির। এ ধর্মীয় অনুষ্ঠানে শতাধিক ভিক্ষু সংঘের উপস্থিতিতে বুদ্ধ প্রতিবিম্ব স্থাপন, অষ্টপরিখারা দান, পিন্ড দান, কল্পতরু দান ও নানাবিধ দানসহ মহা সংঘদান অনুষ্ঠিত হয়েছে।

এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, স্থানীয় সরকার বিভাগ খাগড়াছড়ির উপপরিচালক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাসান মারুফ, য়ংড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা মহাস্থবির, মারমা কল্যাণ সমিতির সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন