মায়ের সমান নাই

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৫ মে, ২০২৫ । ১০:৫২ অপরাহ্ণ

চাঙমা ফুগুরি হালাম
বিভাগ – কবিতা
শিরোনাম – মায়ের সমান নাই
কলমে – এস চাঙমা সত্যজিৎ
তারিখ – ২৫/০৫/২০২৫

মায়ের তুলনা অন্য কিছুতে হয় না,
মায়ের মৃত্যুর পর সন্তান ছাড়ে না।
সন্তানের নিরাপদ স্থান মাতৃ বুকে,
জীবন বাঁচায় দুগ্ধ পান শিশু সুখে।
মায়ের গর্ভ ধারণ কষ্ট সহ্য করে,
দশ মাস দশ দিন পেটের ভেতরে।
চিতা বাঘের শিকারে মায়ের মৃত্যুতে
তবুও মাকে ছাড়ে না বাচ্চাটা কিছুতে।
মায়ের সমান নাই দুঃখের সংসারে
জানে না বাচ্চাটা মায়ের মৃত্যু শিকারে।
হায়রে দুনিয়া প্রাণীর শিকারে প্রাণী
আপন প্রাণ বাঁচাতে মেরেছে বাঘিনী।
এমন নিষ্ঠুর জগৎ জন্মে-জন্মান্তরে
কতবার জন্ম ভবচক্রে ঘুরে ঘুরে।
প্রাণী প্রাণীকে শিকার জীবন বাঁচাতে,
অন্যের প্রাণ সংহারে এই পৃথিবীতে।
ডাঙ্গায় বাঘ জলে কুমির হানাহানি,
কিছুই জানে না পশুরা অবুঝ প্রাণী।
অবুঝ নয় মানুষ তবু যুদ্ধ করে,
মানুষে মানুষে কেন জীবন সংহারে।
মানুষ প্রাণীর সেরা জীব পৃথিবীতে
বিজ্ঞান প্রযুক্তি সব তৈরি করে হাতে।
অথচ তারাই যুদ্ধ করে ধ্বংস হয়
অন্যের জায়গা জমি কেড়ে কেন লয়।
মায়ের সমান নাই এই ত্রিভূবনে
জন্মে-জন্মান্তরে প্রাণীকুল সন্তর্পণে।
মাতৃ দুগ্ধ পান করি বড় হই সবে,
হিংসায় উন্মত্ত পৃথ্বী ধ্বংসলীলা হবে।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন