আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫ । ১০:০৪ অপরাহ্ণ

মুহাম্মদ সেলিম রিজভী চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের নির্দেশনায় ও পরিবেশের দায়বদ্ধতার অংশ হিসেবে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি – ২০২৫ গত ২৭-০৬-২০২৫’খ্রি:, শুক্রবার শোকর-এ মওলা মনজিল চত্বরে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচির উদ্বোধন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক জনাব মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

কর্মসূচির উদ্বোধনকালে উদ্বোধক মহোদয় পরিবেশের ভারসমাম্য রক্ষায় বৃক্ষের অবদান ও প্রয়োজনীয়তা তুলে ধরে সকলকে বৃক্ষরোপণে উৎসাহ প্রদান করেন।
উক্ত কর্মসূচিতে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের সদস্যবৃন্দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

উক্ত কর্মসূচিতে আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মঞ্জিলের উপদেষ্টা পর্ষদের সদস্যবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন