
সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অপরাধ চোরাচালান ও মাদক প্রতিরোধে জনসচেতনতা মূলক সভা আজ শুক্রবার বিকেলে ধরঞ্জী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী খাঙ্গইর হাটখোলা বাজারে অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) কয়া ও হাটখোলা বিজিবি ক্যাম্পের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধরন্জী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিজিবি কমান্ডার মোঃ নাইমুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেনা, জয়পুরহাট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোঃ আল ইমরান মন্ডলসহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সভায় বক্তারা সীমান্তে অপরাধ, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে করনীয় বিষয় নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।