সিলেট রেঞ্জের পরিচালক কর্তৃক মাধবপুরে টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও দিকনির্দেশনা প্রদান

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫ । ১২:০৬ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি :

মাধবপুর, হবিগঞ্জ: ২৬ জুন, ২০২৫ তারিখে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় টিডিপি মৌলিক প্রশিক্ষণ-৩য় ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সিলেট রেঞ্জের সম্মানিত পরিচালক মোঃ সেলিমুজ্জামান বিভিএমএস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট হোসনে আরা হাসি, সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক এবং প্রশিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। সম্মানিত পরিচালক মহোদয় তাঁর বক্তব্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা ও গাইডলাইন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি একজন দক্ষ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার আহ্বান জানান। সেলিমুজ্জামান আরও উল্লেখ করেন যে, এই প্রশিক্ষণটি অংশ গ্রহণকারীদের সচেতন নাগরিক ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এবং সামাজিক স্থিতিশীলতা আনয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি টিডিপি/নগর প্লাটুনের সদস্য হিসেবে নগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন