গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় বাংলাদেশ আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযান

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ জুন, ২০২৫ । ১২:০৭ অপরাহ্ণ

এ কে খান :

নারায়ণগঞ্জ, ২৯ জুন : পরিবেশ রক্ষা, নগর জীবনের সৌন্দর্য বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির মহৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী “গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বৃক্ষরোপণ অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সুদূরপ্রসারী দিকনির্দেশনা ও জেলা কমান্ড্যান্ট, নারায়ণগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি পরিচালিত হয়। এই কর্মসূচির আওতায় ডিএনডি লেকের পাড়, সিদ্ধিরগঞ্জ পুল এবং মিজমিজি এলাকায় ৮০০ মিটার দীর্ঘ লেকের দুই পাড়জুড়ে মোট ৩০০টি বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এছাড়াও, পরিবেশ সুরক্ষায় জনগণের অংশ গ্রহণ বাড়াতে জেলার ৩০ জন ভিডিপি সদস্যদের মধ্যে ৩০টি নিম ও অর্জুন গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এই বৃক্ষরোপণ অভিযান শুধুমাত্র পরিবেশ সংরক্ষণে অবদান রাখেনি, বরং জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এলাকার নান্দনিক উন্নয়নেও বিশেষ গুরুত্বারোপ করেছে। স্থানীয় জনগণ, আনসার-ভিডিপি সদস্য ও সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ এই উদ্যোগকে একটি সফল ও অংশগ্রহণমূলক কর্মসূচিতে পরিণত করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী নেতৃত্ব এবং জেলা কমান্ড্যান্ট’র গতিশীল পরিচালনায় এই কর্মসূচি ভবিষ্যতে একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নারায়ণগঞ্জ গঠনের পথে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। একটি সবুজে ঘেরা, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন