
এ কে খান :
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ মাহবুব আলম সিদ্দিকি ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান ও টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডাঃ হোসনে-আরা বেগম ৩০জুন তাঁকে হাসপাতালে দেখতে যান এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। ডক্টর হোসনে-আরা বেগম হাসপাতালে পৌঁছালে ডাঃ মোঃ মাহবুব আলম এর পরিবারের পক্ষ থেকে তাকে স্বাগত জানান। খোঁজ নিয়ে জানা গেছে, অধ্যাপক ডাঃ মোঃ মাহবুব আলম সিদ্দিকি বেশ কিছুদিন ধরে অসুস্থ এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন। তার অসুস্থতার খবর শুনে টিএমএসএস পরিবার গভীর ভাবে উদ্বিগ্ন। ঐ দিন সকালে অধ্যাপিকা ডাঃ হোসনে-আরা বেগম হাসপাতালে গিয়ে ডাঃ মাহবুব আলম সিদ্দিকির শয্যাপাশে কিছু সময় কাটান। তিনি ডাঃ সিদ্দিকির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সাথে তার চিকিৎসার বিষয়ে আলোচনা করেন। এসময় তিনি ডাঃ সিদ্দিকির দ্রুত আরোগ্য লাভের জন্য গভীর প্রার্থনা করেন এবং টিএমএসএস পরিবারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন প্রথিতযশা চিকিৎসক হিসেবে অধ্যাপক ডাঃ মোঃ মাহবুব আলম সিদ্দিকি চিকিৎসা অঙ্গনে ব্যাপক পরিচিত। তার অসুস্থতার জন্য সহকর্মী, শিক্ষার্থী এবং রোগীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। টিএমএসএস পরিবার ও তার শুভানুধ্যায়ীরা আশা করছেন, তিনি দ্রুত সুস্থ হয়ে কর্মজীবনে ফিরে আসবেন। ডক্টর হোসনে-আরা বেগম ডাঃ মোঃ মাহবুব আলম সিদ্দিকি কে দেখতে যাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে ডক্টর হোসনে-আরা বেগম এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। এ সময় তার পরিবারের কয়েকজন সদস্য ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।