বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ । ৬:৩৩ অপরাহ্ণ

(মোঃ সোহেল রানা)

গত ২৯ জুন দুপুর ০১টার দিকে তেরখাদায় বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে তামাক বিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন দপ্তরের অফিসার ও অন্যান্য শ্রেণি পেশার লোকদের নিয়ে ব‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র ্যালি শেষে উপজেরা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নৌবাহিনীর লেফটেন্যান্ট মোঃ মহিদুল ইসলাম,তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মেঃ নুরুন্নবী তুহিন,
উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক শেখ শহীদুর রহমান, ইউপি চেয়ারম্যান যথাক্রমে এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন, কৃষ্ণ মেনন রায় ও শেখ মোঃ মোহসীন, উপজেলা আনসার ভিডিপি অফিসার শামছুন্নাহার খানম, উপজেলা ইউআরসি ইন্সটেক্টর মোঃ নজিবুর রহমান, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফিসার অরুফা খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, সরকারি নর্থ খুলনা কলেজের প্রভাষক উজ্জ্বল কুমার কুন্ডু, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মুমতাহেনা, তথ্য আপা তাছলিমা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খাতুন। সভায় এছাড়া তেরখাদার বিভিন্ন দপ্তরের অফিসার ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন