তেরখাদা ওয়ার্ড বিএনপি কমিটি গঠনে উপজেলা বিএনপির পরামর্শ সভা অনুষ্ঠিত

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২ জুলাই, ২০২৫ । ১১:৩১ অপরাহ্ণ

(মোঃ সোহেল রানা)

খুলনার তেরখাদা উপজেলায় ওয়ার্ড পর্যায়ে বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে এক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পোস্ট অফিস চত্বরে এ সভার আয়োজন করে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি।
সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক চৌধুরী কাওছার আলী। উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোলা হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা ভুট্টো এবং বিভিন্ন ইউনিয়নের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্যরা।
বক্তারা বলেন, ওয়ার্ড পর্যায়ে সংগঠন গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। সভায় প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির কমিটি দ্রুত গঠনের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে চৌধুরী কাওছার আলী বলেন,সংগঠনকে বেগবান করতে জনগণের কাতারে ফিরে যেতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে।”

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন