ঢাকায় টিএমএসএসের পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ । ১২:১৫ অপরাহ্ণ

এ কে খান পাবনা প্রতিনিধি

টিএমএসএস এর অপারেশান-২ ঢাকা ডোমেইন এর আওতাধীন পরিচালিত ঢাকা জোন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের পরিকল্পনা বাস্তবায়নে কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ৩ জুলাই ঢাকা জোনে অনুষ্ঠিত হয়। এই গুরুত্বপূর্ণ সভায় টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা প্রদান করেন। সভায় টিএমএসএসের পরিচালক অর্থ-২ আবুল বাশার ভূইয়া, ঢাকা ডোমেইন প্রধান মোঃ ফায়জুল হক ও জোন প্রধান মোঃ রেজাউল করিম উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় উপস্থিত সকলেই চলতি অর্থ বছরে ঝুঁকি মুক্ত ঋণস্থিতি বৃদ্ধি করার বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মানিত উপনির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, তাঁর বক্তব্যে পরিকল্পনা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত সকল কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে তাঁদের সমৃদ্ধ করেন। এই সভাটি ঢাকা জোনের ২০২৫-২০২৬ অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সভায় ঢাকা জোনের ২১ জন শাখা প্রধান অংশ নেয়।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন