কেশবপুরে মৎস্য ঘের সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ । ৭:০৬ অপরাহ্ণ

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

কেশবপুরে মৎস্য ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বেধড়ক মারপিটে ৪ যুবক গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে ০২ জুলাই বুধবার রাতে উপজেলার পাঁজিয়া গ্রামে। আহতরা হলেন-পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের রমজান মোল্লার ছেলে রুবেল মোল্ল্যা (২৮), জসীম উদ্দিন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৭), মনোহরনগর গ্রামের নেছার বিশ্বাসের ছেলে মেহেদী হাসান বাচ্চু (২২) ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২২)।
জানা গেছে, পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের রমজান মোল্লার ছেলে রুবেল মোল্ল্যা পাঁজিয়া গ্রামের হালিমের একটি ঘের নিয়ে মাছের চাষ করে আসছে। সেই ঘেরের পাশে মাদারডাঙ্গা গ্রামের মৃত আকব্বর গাজীর ছেলে রুহুল গাজী (৪৫), ফকির বিশ্বাসের ছেলে সাইদুল বিশ্বাসের একটি ঘের রয়েছে। সেই সুবাদে তারা পরিকল্পিত ভাবে ঘেরের ভেড়ি ছিদ্র করে রুবেলের ঘেরের মাছ বের করে নিয়েছে। সেই বিরোধ নিয়ে জমি মালিক হালিমের বাড়িতে গত বুধবার রাতে সালিশ মিমাংসার কথা ছিলো। সেই মোতাবেক রুবেল হালিমের বাড়িতে গেলে রুহুল গাজী, আলামীন গাজী, সাইদুল বিশ্বাসসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন বে-আইনীভাবে দলবদ্ধ হয়ে বাঁশের লাঠি, লোহার রড দিয়ে এলোপাতাড়ীভাবে রুবেল মোল্ল্যা-কে মারপিট করে। ওইসময় ঠেকাতে গেলে সাইফুল মোল্লা, মেহেদী হাসান বাচ্চু ও খায়রুল ইসলামকে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে এবং রুবেল ও সাইফুলের মাথার পিছনে স্বজোরে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে এবং আশঙ্কামুক্ত।
ছবিঃ
০৩/০৭/২৫

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন