কোনাবাড়ীতে শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক হৃদয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ভিশন এস টিভি ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ জুলাই, ২০২৫ । ৩:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কোনাবাড়ী থানা শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক হৃদয় হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গ্রীনল্যান্ড গার্মেন্টসের শ্রমিক হৃদয় হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।৪ জুলাই- শুক্রবার বিকেল ৫ টায় কোনাবাড়ী থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেলের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি নতুন বাজার থেকে কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজারে এসে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হৃদয় হত্যার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এই বিষয়ে আফসার মোড়ল রুবেল বলেন সিসি ফুটেজে দেখা যায় হৃদয়কে হাত পা বেঁধে পিটিয়ে হত্যা করা হয়।
এতে বুঝা যায় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে এমন অপরাধমূলক কাজ করতে কেউ সাহস না পায়।এসময় তিনি বলেন যদি এই ঘটনার দ্রুত সঠিক বিচার না হয়‌ তাহলে লাগাতার আনন্দোলন ঘোষণা করবেন বলেও জানান তিনি। এই সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহিম,থানা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খোকন,১২ নং ওয়ার্ড শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আমান উল্লাহ আমানসহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে গত ২৮-০৬-২৫ ইং শনিবার দিবাগত রাতে হৃদয়কে পিটিয়ে হত্যা করা হয়। সেই ঘটনার সিসি ফুটেজে পরের দিন রবিবার হৃদয় হত্যার ভিডিওটি ভাইরাল হয়।জানা যায় আজ শুক্রবার পর্যন্ত ৬ জন আসামিকে গ্রেফতার করে কোনাবাড়ী থানা পুলিশ।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন