
কবি- সৈয়দা রুবিনা
তাং-১৫/৭/২০২১ খ্রি.
তুই আমার দুষ্টু মনের
মিষ্টি কবিতা
তুই আমার কাঠবিড়ালি
সবুজ পাতা।
হাসির সাথে মুক্তো ঝরে
শিশির মাঝে
অবসরে মনে পড়ে তোকে
সকাল সাঁঝে।
বৃষ্টিবেলার কাঠবিড়ালি তুই
রাজবাড়ির কন্যা
কথায় তোর কবিতা ঝরে
হাসিতে বন্যা।
নৃত্যকলায় ভৈরবী তানে তুই
তাথৈ তাথৈ
বাবার দুলালী মায়ের নুপুর
হারালেই কৈ কৈ?
বাংলার গৌরব তুই বর্ণমালায়
কাব্যে কবিতায়
তুই আমাদের সিমি বুনু
গর্ব বাংলায়।