
(উৎসর্গ) জুলাই আনদোলনে শহীদ হয়েছেন ক্ষতবিক্ষত হয়েছেন তাদেরকে)
সৈয়দা রাশিদা বারী
রেমাল সাইক্লোনও বয়ে গেলে যাক
হয়েছি তো আজ আমি তেমনি এক
এ আখির ধারা ভাসিয়ে
নিলেও হ্যাঁ নিক
জানবো – তোমার-ই – জন্য।।
জীবন তো জানি এক স্বপ্ন মেলা
ভাঙা গড়া থাকবেই সারা বেলা
আমার এ ভাঙ্গা মনে
নাই গান আর
সুরহারা – দোতলায় – গণ্য।।
পুড়ে হোক অঙ্গার আমার ভুবন
ধরেই নেবো এটা সুখের মরন
ভালোবাসায় যদি গো
হয় অভিশাপ
ভালোবেসে – তবু আমি – ধন্য।।
কোরবানি দেয় যদি দিক আমার
প্রভুর নির্দেশ দোষ দেবো ভাগ্যের
এখানে আমি ইসমাইল
ভাগ্যই ইব্রাহীম
জিব্রাইল – ছাড়াও – অনন্য।।
২৪ এর জুনে আন্দোলন হলো
আর জুলাই মাসে তা শেষহলো
এনেও দিল আগস্টমাস
নতুন বাংলাদেশ
যা সবারই – ছিল – মনোন্য।।