
মোঃ ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি রাজশাহী:-
আগামী ১৯ জুলাই ২০২৫ অনুষ্ঠিতব্য ঢাকায় জাতীয় সমাবেশকে সফল করার লক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলা জামায়াতের আমীর ও আত্রাই ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মাওলানা জি,এম ,আবদুল আওয়াল, এর নেতৃত্বে প্রচার মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার (১৭জুলাই) সাড়ে ৭টায় এ প্রচার মিছিল ও পথসভার আয়োজন করা হয়। আয়োজিত এ কর্মসূচিতে জামায়াতের উপজেলা ও পৌর ওয়ার্ডের নেতা কর্মীদের ও স্থানীয় জনগণের অংশগ্রহণে উপজেলা চত্বর থেকে প্রধান মহাসড়ক জুড়ে মুখর হয়ে ওঠে গণদাবির স্লোগানে। সমাবেশে উপস্হিত ছিলেন রাজশাহী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ৫ নং হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সুরা সদস্য মাওলানা ইসমাইল আলম আল হাসানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা নায়বে আমির মাওলানা আবুল কালাম আজাদ,উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর মৃধা বাংলাদেশ জামাতে ইসলামী নায়েবে আমির মোহনপুর উপজেলা শাখা মাওলানা হাসান আলী, বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী মোহনপুর বাকশিমইল ইউপির আমির নজরুল ইসলাম,কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জামাতে ইসলামী থানা যুব সেক্রেটারি সেলিম রেজা, উপজেলা জামাতের সভাপতি সেক্রেটারি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছয়টি ইউনিয়নের জামায়েত ইসলামের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পৌর জামায়েত ইসলামের সভাপতি সম্পাদকসহ নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, “আমাদের ৭ দফা শুধু ১১০ শ্রমিকের স্বার্থ নয়, এটি পুরো জাতির মুক্তির দিকনির্দেশনা। জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। ১৯ জুলাইয়ের সমাবেশ সেই ঐক্যের কেন্দ্রবিন্দু হবে।’
তারা আরও বলেন, ‘সরকারি নিপীড়ন ও ষড়যন্ত্র উপেক্ষা করে শ্রমিক-কর্মজীবী মানুষের পক্ষ থেকে আমাদের এই পদক্ষেপ চলমান থাকবে। এ লড়াই একটি ন্যায্য ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলন। মিছিলটি উপজেলা থেকে শুরু করে থানার মোড় এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে উপজেলা জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি আব্দুল আজিজ মাস্টারের উপস্থাপনায় এ পথসভা শান্তিপূর্ণ ভাবে
সমাবেশ টি শেষ হয়।