সাংবাদিক শিবলী সাদিক খানের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ । ১২:০১ পূর্বাহ্ণ

রাকিবুল হাসান আহাদ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়ন পোড়াবাড়ীয়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারে আজকের এদিনে জন্ম গ্রহণ করেন। পিতাঃ মৃত-আবুল হোসেন খান সাবেক জেলা বাজার কর্মকর্তা (কৃষি বিপণন অধিদপ্তর), মাতাঃ মৃত- রোমেনা বেগম বেবি। শিবলী সাদিক খান একাধারে সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতিবিদ। পরিবারে সাত ভাই যে যার কর্ম নিয়ে ব্যস্ত। তিনি ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সভাপতি ও দৈনিক দুর্জয় বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক, ৭৫ বাংলাদেশ এর প্রধান সম্পাদক, দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার চীফ ক্রাইম রিপোর্টার শিক্ষানুরাগী ও সমাজসেবক শিবলী সাদিক খান এর আজ শুভ জন্মদিন।

১’লা ফেব্রুয়ারী এই দিনে তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গফরগাঁও ইউনিয়নের পোড়াবাড়ীয়া গ্রামের সভ্রান্ত খান বংশে জন্মগ্রহণ করেন। শিবলী সাদিক খান ছাত্র জীবন থেকেই লেখালেখি ও রাজনীতির সঙ্গে যুক্ত। রাজপথের আন্দোলন-সংগ্রামে সবর উপস্থিতি ছিল এই নেতার।
সাংবাদিক ও নেতাকর্মীদের ভালবাসায় আজকের দিনটি উপভোগ করছেন তিনি। এদিকে বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলা থেকে নিজ নামনীয় ফেইসবুক,ওয়াটসফ, ম্যাসেন্জার, টুইটার সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

শিবলী সাদিক খান এর জন্মদিনে VISION S TV পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন