“অস্তিত্ব বিলীন হয়ে গেছে”

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:২২ অপরাহ্ণ

প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ

(যার অস্তিত্ব আমার অনুভবে-বাস্তবে ছিলো কিন্তু এখন চিত্তে-চেতনাতেও নেই! সেই তাকেই…উৎসর্গীত)

যা কিছু আমার আজ সবি-
তোমাদের শুধু বিশ্বাস বাদে,
ভাবি যা কিছু সবি হয়ে যায়-
বরবাদ বস্তুত সীমাহীন আহ্লাদে !

করেছি বিশ্বাস বন্ধ করে আঁখি-
না ভেবে কিছু আগে পরে,
দিয়েছে তারাই কলিজায় ঘা-
আপন স্বার্থ কৃত কারবারে !

ভাবেনি কভুও ভাবনায় যা-
প্রয়োজন ছিলো ভেবে দেখার,
ভাবেনি তারা সকলের তরে-
ভেবেছে স্বার্থ লাভে একার…

আমি নিয়েছি ভেবে এই-
চলতে জীবনের কালো পথে,
চলবো একাই ভাববোনা আর-
কাউকে আপন নিরবে নিভৃতে !

যে গেছে সে কপাল নিয়ে গেছে-
ভেবে লাভ ক্ষতির হিসাব কি,
বিশ্বাস কে দু’পায়ে মাড়িয়ে-
গেছে হতে একান্তে সুখী…

সবি আমার বিলিয়ে দেবো-
কাউকে দেবোনা ভাংতে বিশ্বাস,
জীবনে চলা বলার গতিই যে-
এ মনের শক্তি শ্বাস-প্রশ্বাস!

জীবনে মানুষ বাঁচে বিশ্বাসে-
ভালোবাসার পথ ও পাথেয় নিয়ে,
বাঁচেনা সে যে হারায় বিশ্বাস-
জীবনে চলতে বলতে গিয়ে !

হারিয়েছি জীবনে সঞ্চিত বিশ্বাস-
যা ছিলো গচ্ছিত আমানত,
বিলাবোনা হারাবোনা কভুও যে-
বিশ্বাস নিলাম আজকে শফথ…

আমার বিশ্বাস থাকবে আমারি-
কাউকে দেবোনা বিলিয়ে-
বাঁচবোনা জীবনে দ্বিতীয় বার-
যদি বিশ্বাস যায় মিলিয়ে !

রাখেনি যারা বিশ্বাসের মুল্য-
ক্ষমা করবোনা তাদের জীবনে,
থাকবে তারা আমায় থেকে দুরে-
মনে রাখবোনা… এ ভুবনে !

হও সুখী ভবে দুঃখ ভুলে-
যারা বিশ্বাস ভঙ্গ কারী,
আজ থেকে পাবেনা ছায়া-
যতই করো পীড়া পীড়ি।

দেখবোনা তোমাদের পাপ মুখ-
যদিও আসো সামনে চলে,
এসোনা কখনো ভুল করেও-
অজান্তেই কভুও পথ ভুলে…

বুঝেছো আমার সরলতা যে-
কভুও দেখোনি কঠোরতার মাপ,
হতে পারো যদি সুখী হও তবে-
দেবোনা কভুও এতটুকুও অভিষাপ!

আমার স্বপ্নের দেওয়াল ভেঙ্গে-
যদি তোমাদের স্বপ্ন রুপ পায়,
হবোনা আমি ক্রোধান্বিত কভু-
হবোনা বিরাগ ভাজন বিস্ময় !

পারবোনা শুধু বলতে গলা ছেড়ে-
আমার স্বপ্ন কি! স্বপ্নের ভাষা,
আমার ব্যর্থতার কষাঘাতে দগ্ধ-
হয়ে নির্জনে মাটি দিলাম আশা……

(১২ই ফেব্রুয়ারী’২০২১ইং
রোজঃ শুক্রবার)

চেয়ারম্যান মোঃ সোহেল রানা

হেড অফিস ঢাকা মতিঝিল। E-gmail : Visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন