মোঃ ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি রাজশাহী:-
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়ন পরিষদের মাসিক দু:স্থ অসহায় জনসাধারণের (ভিডাব্লিউভি) প্রকল্পের আওতায় খাদ্য গুদামের প্রতি বস্তায় চাল তিন থেকে পাঁচ কেজি করে ওজনে কম দেয়ার কারণ জানতে চাওয়া বা প্রতিবাদ করায় কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টুকে কে লাঞ্ছিত করে, গুদামের মুল গেটে তালা মেরে আটকে রাখেন ওসিএলএসডিসহ তার ভাড়াটিয়া লোকজন বলে নিশ্চিত হওয়া গেছে। বুধবার ২৯( অক্টোবর) সকাল ১১ টার দিকে কামারগাঁ খাদ্য গুদামে ঘটে লাঞ্ছিত ও আটকের ঘটনা।
ওই গুদাম কর্মকর্তার নাম আতিকুর রহমান। সে কামারগাঁ খাদ্য গুদামের কর্মকর্তা হিসেবে কর্মরত। তার ভাড়াটিয়া মশিউর রহমান ইউপি চেয়ারম্যান কে স্যান্ডেল পিটা করে লাঞ্ছিত করেন। তার বাড়ি কামারগাঁ গ্রামে। সে সিরাজ শেখের পুত্র। এখবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা খাদ্য গুদামের মুল গেটের সামনে অবস্থান নেয়। সংবাদ পেয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ । ৩:০৬ অপরাহ্ণ