রাজশাহীর মোহনপুরে প্রতিবন্ধির পান বরজ ভেঙ্গে জমি দখলের অভিযোগ

নিউজ ডেস্ক।।
প্রকাশের সময়: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫ । ৩:২২ অপরাহ্ণ

মোঃফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি রাজশাহী:-
রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের ধূরইল পূর্বপাড়া গ্রামের এক প্রতিবন্ধি ব্যক্তির পান বরজ ভেঙ্গে জমি দখলের অভিযোগে উঠেছে। শনিবার ২৫( অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ধূরইল পূর্বপাড়া মৃত আমজাদ সোনারের ছেলে তাজউদ্দিন সোনার(৪৬), বাদি হয়ে দুই জন কে অভিযুক্ত করে মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে , উপজেলার অভিযুক্তরা হলেন আপন ছোট ভাই মৃত আমজাদ সোনারের ছেলে তোফাজ্জাল সোনার (৪২) ভাতিজা শাকিব সোনার (২১) তাজউদ্দিন তোফাজ্জল সোনার কাছ থেকে ১৬ শতক ভিটা জমি তিনশত টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা করে পান বরজের জন্য লিজ নেন, এবং পৈত্তিক সূত্রে পায় উক্ত জমিতে আনুমানিক ৬ লক্ষ টাকা ব্যয়ে মাটি ক্রয় করে ভরাট করে। ২ লক্ষ ৫০ হাজার টাকা খরচ করে পান বরজ তৈরী করেন।
কিছুদিন পর থেকে আপন ছোট ভাই তোফাজ্জল সোনার বলেন আমার তৈরী পান বরজ ছেড়ে দিতে চাপ দেয়। গত ২৫/১০/২০২৫ পান বরজে কাজ করতে যায় এবং কাজ করার সময় বেলা ১২ টার দিকে বলে তুই এখনো পান বরজে কাজ করছিছ,আমি বলি আমার বরজে আমি তো কাজ করবো বলা মাত্রই তোফাজ্জাল তার ছেলে হাতে লাঠিসোটা নিয়ে বিভিন্ন প্রকার গালিগালাজ ও ভয়ভীতি সহ বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। পান বরজ ওয়াশি,ছুচ,বাতা,খুটি ও পানের পড় সিকড় সহ উপড়ে ফেলে চলিয়া যায়। বাদী তাজ উদ্দিন জানান, আমি প্রতিবন্ধি হওয়ার সুযোগে আমার আপন ভাই ইতি পূর্বে ৫ শতক জমি জোর করে দখল করে চাষ-আবাদ করত ফলে ১ লক্ষ ৫০ হাজার টাকা হতে বঞ্চিত হয়েছে। বর্তমানে নতুন-পুরাতন পানসহ বরজ ভেঙ্গে ফেলার অন্যান্য খরচ জন্য ৩ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চেয়ারমানঃ মোঃ সোহেল রানা

হেড অফিসঃ পুরান পল্টন, মতিঝিল, ঢাকা ১০০০। জিমেইলঃ visionstv24@gmail.com মোবাইলঃ ০১৮১০-৫৫২৪৪৬

প্রিন্ট করুন