মোঃ জাহিদুল ইসলাম
জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ মে) গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন তারা। সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি চৌকস আভিযানিক দল উপজেলার রতনপুর এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ৩১৪ বোতল ফেন্সিডিল এবং ৮ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত মাদক কারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য